রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট:২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ বাচাইপর্ব বড় জয় দিয়ে শুরু করেছে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ১৭৫ রানে। দিনের আরেক ম্যাচে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ওমান।
জিম্বাবুয়ের বুলাওয়াতে টস হেরে ব্যাটে নেমে ৬ উইকেটে ৩৫৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে নেমে ১৮০ রানে থামে আরব আমিরাতের ইনিংস। অন্যদিকে নগরীরর অপর আরেকটি মাঠে টস হেরে আগে ব্যাটে নেমে ৭ উইকেটে ২৮১ রান সংগ্রহ করে আয়ারল্য়ান্ড। জবাবে নেমে ১১ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ওমান।
আরব আমিরাতের বিপক্ষে লঙ্কান ব্যাটাররা ছিলেন অনবদ্য। পঞ্চাশের বেশি রান করেছেন চার ব্যাটার- পাথুম নিশাঙ্কা (৭৬ বলে ৫৭), দিমুথ করুণারত্নে (৫৪ বলে ৫২), কুশাল মেন্ডিস (৬৩ বলে ৭৮) ও সাদিরা সামারাবিক্রম (৬৪ বলে ৭৩)। ২৩ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন চারিথ আশালঙ্কা, ১২ বলে ২৩ রানে ভানিদু হাসারাঙ্গা। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন দাসুন শানাকা ও ধনঞ্জয় ডে সিলভা।
আমিরাতের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন আলি নাসের।
জবাবে ব্যাটে নেমে শুরুটা ভালো করলেও হাসারাঙ্গার সামনে কুপোকাত হয়ে আমিরাত ব্যাটাররা। হাসারাঙ্গা ফেরান ৬ ব্যাটারকে। ৮ ওভার বল করে রান খরচ করেন মাত্র ২৪টি। আমিরাতের হয়ে দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন চার ব্যাটার- মোহাম্মদ ওয়াসিম (৪৮ বলে ৩৯), ব্রিট্টিয়া অরভিন্দ (৫৫ বলে ৩৯), রমিজ শাহজাদ (৪৩ বলে ২৬) ও আলি নাসের (৩২ বলে ৩৪)। এছাড়া বাকী সবাই ছিলেন ব্যর্থ।
অপর ম্যাচে ওমানের বিপক্ষে জর্জ ডর্করেলের ৮৯ বলে ৯১ রানের অপরাজিত ইনিংস ও হ্যারি টেক্টরের ৮২ বলে ৫২ রানের ইনিংসে ৭ উইকেটে ২৮১ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। ওমানের হয়ে দুটি করে উইকেট নেন বিলাল খান ও ফয়েজ বাট।
জবাবে নেমে ক্যশপ প্রজাপতির ৭৪ বলে ৭২ রান, আকিব ইলিয়াসের ৪৯ বলে ৫২ রান, জিসান মাকসুদের ৬৭ বলে ৫৯ রান ও মোহাম্মদ নাদিমের অপরাজিত ৫৩ বলে ৪৬ রানের ইনিংসে জয় নিশ্চিত করে ওমান।
আইরিশদের হয়ে দুটি করে উইকেট নেন জশ লিটল ও মার্ক অ্যাডাইর।