1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

হাকালুকি হাওরে মাছের পোনা অবমুক্ত করেছে মৎস্য অধিদপ্তর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২২৫ বার পঠিত

সাইফুল ইসলাম সুমন :: এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ২০২২-২৩ অর্থবছরে বিল নার্সারি কার্যক্রমের আওতায় হাকালুকি হাওরে রুই, কাতলা, মৃগেল মাছের দেড় লক্ষ পোনা অবমুক্ত করা হয়।

হাকালুকি হাওরের জুড়ী অংশে এসব মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম সুমন ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান,
২০২২ ও ২০২৩ অর্থবছরে বিল নার্সারি কার্যক্রমের আওতায় হাকালুকি হাওরে রুই, কাতলা, মৃগেল মাছের দেড় লক্ষ পোনা অবমুক্ত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে আমরা কাজ করছি।

উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে বলেন, মৎস্য অধিদপ্তর ও উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে হাকালুকি হাওরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পোনা অবমুক্তকরণের মাধ্যমে হাকালুকি হাওরে মৎস্য উৎপাদন আশানুরূপ বৃদ্ধি পাবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..