শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : সালমান খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রী সোমি আলি। নয়ের দশকে বলিউডে আগুন ছড়িয়েছিলেন তিনি। সালমান, মিঠুন চক্রবর্তী, সঞ্জয় দত্ত, সুনীল শেঠির মতো অভিনেতাদের সঙ্গে জুটিও বেঁধেছিলেন। তবে বি-টাউনে খুব বেশিদিন টিকতে পারেননি।
একটা সময় সালমানের প্রেমে পড়েছিলেন সোমি। তখন সেই প্রেম বলিউডে হইচই ফেলে দিয়েছিল। এবার এই প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন তিনি। সমাজমাধ্যমে দিয়েছেন দীর্ঘ পোস্ট।
১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সালমানের সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিলেন সোমি। সেই সম্পর্ক যে খুব একটা সুখের ছিল না, তা বরাবরই উঠে এসেছে তার কথায়। এমনকি, তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, সালমান তার ওপর শারীরিক নির্যাতনও করতেন।
আর এবার সোমি লিখলেন, সালমানের সঙ্গে কাটানো আট বছর তার জীবনের সবচেয়ে খারাপ সময়। তিনি লিখেছেন, ‘সালমান আমাকে সবসময় অপমান করত। প্রচুর যৌন নির্যাতন করেছে। আমি কুৎসিত, বোকা আর বোধহীন সে কথাও বলত সবাইকে। আমাকে বোঝাত, আমার কোনো দাম নেই। সেইসঙ্গে একের পর এক নারীর সঙ্গে প্রেম করে বেড়াত নিজে। আট বছর এগুলোর মধ্যে দিয়েই গিয়েছি।’
নায়িকা হিসেবে ক্যারিয়ার গড়া নিয়ে যে তার বিশেষ মাথাব্যথা ছিল না, তাও জানিয়েছেন সোমি। অভিনেত্রী খোলাখুলি জানিয়েছেন, সালমানের কাছাকাছি যেতে চেয়েই তার বলিউডে পা রাখা।
তবে এই প্রথম যে সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সোমি, তা নয়। এর আগে তিনি দাবি করেছিলেন, ঐশ্বরিয়া রাইয়ের কারণেই সালমানের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছিল তার।