মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির সাবেক ইয়াইয়া তোরে নিজের প্রাক্তন দুই ক্লাব নিয়ে মন্তব্য করেছেন। ২০০৯ সালে বার্সেলোনায় খেলা সেন্ট্রাল মিডফিল্ডারের মতে, ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী এই দলকে সর্বজয়ী সেই বার্সেলোনা হারিয়ে দিতো। দুটো দলেরই কোচের নাম পেপ গার্দিওলা।
তোরে বলেছেন, ‘এটা বলা কঠিন কিন্তু ওই দল, অনেক তারকাদের সমন্বয়ে তৈরি, অনেক বিখ্যাত খেলোয়াড় ছিল। আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি ২০০৯ সালের ওই সময়ের দলটাই জিততো। এটা ছিল স্বপ্নের মতো। এমনকি আমরা যখন অনুশীলন করতাম, তখনও পরিবেশ অন্যরকম থাকতো। এটা ছিল নিত্যকার ঘটনা।’
আইভরি কোস্টের মিডফিল্ডার ২০০৯ সালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় খেলতেন। তখন কোচ ছিলেন পেপ গার্দিওলা। ন্যু ক্যাম্পের সেসময়ে তিনটি শিরোপা জিতেছিলেন তোরে। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিলেন।
বার্সেলোনার ওই দলে তখন খেলতেন থিয়েরি অঁরি, লিওনেল মেসি, স্যামুয়েল ইতো’র মতো খেলোয়াড়। যারা ছিলেন বিশ্বের অন্যতম সেরা। জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস, পুয়েল, পিকের মতো তারকারাও ছিলেন।