শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতেছে আফগানিস্তান। আগে তারা ব্যাটিং নিয়েছে।
সিরিজ আগেই হেরে গেছে। তবে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশের লজ্জা যেন পেতে না হয়, সেই চেষ্টাই থাকবে বাংলাদেশের। মঙ্গলবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে হাশমতউল্লাহ শহীদীর দলের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা।
১৭ মাস আগে চট্টগ্রামেই বাংলাদেশ একই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার মিশনে নেমেছিল। এবার নিজেরা হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে। যদিও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার সমূহ সম্ভাবনাও আছে।
ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দুইটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।