1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শুরুতেই শরিফুলের জোড়া আঘাত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১১৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: ঘরের মাঠে আফগানদের কাছে ধবলধোলাইয়ের মুখে সিরিজের তৃতীয় ওয়াডে খেলতে নেমছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ মঙ্গলবার দুপুর ২টায় মুখোমুখি হয় দুই দল। টস হেরে এই ম্যাচে বোলিং করছে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে এই একটি উইকেটের জন্যই কত মাথাকুটে মরতে হয়েছে বাংলাদেশের বোলার-ফিল্ডারদের। এবাদত, মোস্তাফিজ কিংবা হাসান মাহমুদরা ব্রেক থ্রুই এনে দিতে পারেননি। শেষ ম্যাচে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করে দিচ্ছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। এক ওভারেই তিনি তুলে নিয়েছেন আফগান টপ অর্ডারের দুই উইকেট।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই বাংলাদেশ দলকে ব্রেক থ্রু উপহার দিলেন তিনি। শরিফুলের লেন্থ বলটি মাঝ উইকেটে পিচ করে হালকা আউটসুইং করে অফস্ট্যাম্প ঘেঁষে বাইরে বেরিয়ে যাচ্ছিল। ব্যাট পেতে দিয়েছিলেন ইবরাহিত জাদরান। ব্যাটের কানায় লেগে গিয়ে উইকেটের পেছনে মুশফিকের হাতে জমা পড়ে বলটি।

দলীয় ৩ রানের মাথায় পড়ে আফগানিস্তানের প্রথম উইকেট। তবে, শরিফুল সেখানেই থেমে থাকেননি। একই ওভারে জোড়া আঘাত হেনেছেন তিনি। ওভারের পঞ্চম বলে ওয়ানডাউনে নামা রহমত শাহকে সাজঘরে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম।

এবার তার করা লেন্থ বলটি ছিল লেগ স্টাম্পের ওপর। রহমত শাহ ব্যাটটা নিয়ে গিয়েছিলেন শুধু। কিন্তু ব্যাটের কানায় লেগে আবারও বল চলে যায় উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে। ৩য় রানে রেখেই আফগানদের দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। বিশেষভাবে বললে, শরিফুল ইসলাম।

এ প্রতিবেদন লেখার সময় আফগানিস্তানের রান ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮। হাশমত উল্লাহ শহিদি এবং রহমানুল্লাহ গুরবাজ অবশ্য এখনো রানের খাতাই খোলেননি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..