শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং রাজা চার্লসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (১০ জুলাই) অনুষ্ঠিত হওয়া এই দীর্ঘ বৈঠকের পর বাইডেন জানিয়েছেন, ঋষি সুনাক তার অন্যতম বিশ্বস্ত বন্ধু।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ঋষি সুনাক ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক অনেক বেশি শক্তিশালী হয়েছে।
ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যের বাণিজ্যনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছিল ডাউনিং স্ট্রিটের। বিশেষ করে যুক্তরাজ্য আয়ারল্যান্ডের সঙ্গে যে বাণিজ্যচুক্তি করেছিল, তা নিয়ে তীব্র আপত্তি ছিল আইরিশ-অ্যামেরিকান বাইডেনের।
সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর এ বিষয়ে একাধিকবার দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে চুক্তিও সই হয়েছে।
এদিন এই বিষয়গুলো নিয়ে আরও একবার কথা হয় দুইজনের। এছাড়াও ইউক্রেন যুদ্ধ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।
চার্লসের সঙ্গে বৈঠক
এদিন ১০ ডাউনিং স্ট্রিটে বৈঠকের পরই সোজা রাজার প্রাসাদে যান বাইডেন। তৃতীয় চার্সলের সঙ্গে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয় তার। রাজপ্রাসাদে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কিছু বিশেষজ্ঞকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রাথমিক বৈঠকের পর তাদের সঙ্গে বৈঠকে বসেন বাইডেন।
বাইডেন চার্লসকে জানিয়েছেন, বিশ্বের প্রথম চারটি সমস্যার মধ্যে জলবায়ু পরিবর্তনকে রাখেন তিনি। এ নিয়ে বহু কাজ হওয়া দরকার বলে জানিয়েছেন।
চার্লসও জলবায়ু পরিবর্তন নিয়ে তার আশঙ্কার কথা জানিয়েছেন। এ বিষয়ে আরও কাজ হওয়া দরকার বলে মন্তব্য করেছেন তিনি।