শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : বন্দুকধারীর গুলিতে রাশিয়ার সাবমেরিন কমান্ডার স্ট্যানিস্লাভ রিজিৎস্কি নিহত হয়েছেন। তিনি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদারে সামরিক অভিযানের দায়িত্বে ছিলেন।
বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্যানিস্লাভ রিজিৎস্কি সোমবার সকালে একজন বন্দুকধারীর গুলিতে নিহত হন। এ ঘটনায় একটি ফৌজদারি মামলা হয়েছে।
নিহত কর্মকর্তা একটি রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিট সাবমেরিনের কমান্ডারও ছিলেন। ইউক্রেনের স্থানীয় অনলাইন নিউজ আউটলেটগুলো দাবি করেছে, ইউক্রেনের লক্ষ্যবস্তুতে কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য এই কর্মকর্তাই দায়ী ছিলেন।
রিজিৎস্কি মূলত রাশিয়ান নৌবাহিনীর ক্রাসনোডার সাবমেরিনের কমান্ডার ছিলেন।