সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গতকাল ২২ জুলাই শনিবার দি ফ্লাওয়ার্স কেজি এন্ড জুনিয়র হাই স্কুলের মেধাবী ছাত্র মুমতাহিন তাওসিপ নাহিয়ানের দ্বাদশ শুভ জন্মদিন অনুষ্ঠিত হয় । এই উপলক্ষে নাহিয়ানের পিতা- মাতার বাস ভবন চৌমুহনাস্থ শাহ মোস্তফা গার্ডেন সিটিতে এক ঘরোয়া অনুষ্টান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্টানে নাহিয়ানের নানা বীর মুক্তিযোদ্ধা প্রবীন আইনজীবী লেখক গবেষক মুজিবুর রহমান মুজিব , দৈনিক মৌমাছি কণ্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ , দৈনিক মৌমাছি কণ্ঠের সহ বার্তা সম্পাদক বিশ্বজিৎ কর প্রমুখ উপস্থিত ছিলেন । প্রথম শ্রেনীর জি.পি.এ ফাইভ নাম্বার প্রাপ্ত নাহিয়ান সাউথইষ্ট ব্যাংক এবং একটি বীমা কোম্পানীর সাবেক উর্ধ্বতন কর্মকর্তা মুহিবুর রহমান রুমী এবং সাউথ ইষ্ট ব্যংক স্থানীয় শাখার প্রিন্সিপাল অফিসার জেনিকার রহমানের একমাত্র সন্তান। ছাত্রজীবনে কৃতি ছাত্রী জেনিকার রহমান এস,এস,সি ও এইচ,এস,সিতে বৃত্তিধারী প্রথম বিভাগের ছাত্রী ছিলেন । নাহিয়ান সকলের কাছে দোয়া প্রার্থী । আমরা ও তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও কল্যান কামনা করি ।