শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : নিয়মিত অর্ধনগ্ন ছবি প্রকাশ করে খবরের শিরোনাম হন উরফি জাভেদ। এ নিয়ে কম সমালোচনার শিকার হন না তিনি। যদিও সেসবে তিনি তোয়াক্কা করেন না। বরং সেসব সমালোচনায় অনুপ্রাণিত হয়ে আরও বেশি খোলামেলা ছবি প্রকাশ করেন। এবার হেনস্তার শিকার হলেন উরফি। সামাজিক মাধ্যমে এ কথা নিজেই জানিয়েছেন বিতর্কিত এ তারকা।
মুম্বাই থেকে গোয়ার উদ্দেশে বিমানে চেপে বসেছিলেন উরফি। গোয়ার যাওয়ার পথে কয়েকজন বিমান যাত্রী দ্বারা হেনস্তার শিকার হন তিনি। তার দাবি, এক দল মদ্যপ ব্যক্তি তার সঙ্গে খারাপ আচরণ করেছেন। বিমানের ভিতরের বেশকিছু ছবি নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নেন তিনি। সঙ্গে উরফি জানান, তার সহযাত্রীদের মধ্যেই কয়েকজন তাকে বিরক্ত এবং হেনস্থা করেছেন।
উরফি লেখেন, ‘শুক্রবার, মুম্বাই থেকে গোয়া যাওয়ার পথে আমায় খুবই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। আচমকাই কয়েক জন আমার সঙ্গে খারাপ ভাষায় কথা বলা শুরু করেন। হেনস্থা করেন। তাদের মধ্যে আবার একজন উঠে বলেন আমার বন্ধুরা মদ্যপ অবস্থায় আছে তাই এমন আচরণ করছে।’
তিনি আরও লেখেন, ‘আমরা জনগণের জন্য কাজ করতে পারি, কিন্তু জনগণের সম্পত্তি নই।’