শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : স্কোয়াডের ১৪ খেলোয়াড় হঠাৎ অসুস্থ হওয়ার জুভেন্টাসের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ বাতিল করেছে বার্সেলোনা।
নতুন মৌসুম শুরুর আগে চারটি ম্যাচ খেলার কথা রয়েছে কাতালান ক্লাবটির। যার তিনটিই খেলবে যুক্তরাষ্ট্রে। প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল জুভেন্টাস। পরের দুটি ম্যাচ আর্সেনাল ও স্বদেশি প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
জুভেন্টাসের বিপক্ষে ম্যাচটি ছিল আজ সকাল ৮টায়। তবে বেশিরভাগ খেলোয়াড়রা অসুস্থ হয়ে পরায় ম্যাচ বাতিল করতে বাধ্য হয়েছে বার্সা কতৃপক্ষ।
এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, পেটের পিরায় ভুগছেন স্কোয়াডের ১৪ জন খেলোয়াড়। এই ম্যাচের টিকেটের টাকাও ফেরৎ দেয়ার ঘোষণা দিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ।
ম্যাচ বাতিল হওয়ার কারণে দুই দলই অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই পরে আবার এ ম্যাচ অনুষ্ঠিত পারে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।