সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : মেক্সিকোর একটি পানশালায় অগ্নিসংযোগের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসি।
গত ২১ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী সান লুইস রিও কলোরাডোতে এই হামলা ঘটে।
কর্তৃপক্ষ বলছে, বিয়ার হাউস বারে একটি মোলোটভ ককটেল ছুড়ে হামলা করে এক মাতাল যুবক। এর আগে নারীদের হয়রানি করায় তাকে পানশালা থেকে বের করে দেয়া হয়।
সান লুইস রিও কলোরাডোর মেয়র গতকাল শনিবার বিকালে টুইটারে জানান, অগ্নিসংযোগের সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানানো হয়নি।
সোনোরা রাজ্যের অ্যাটর্নি জেনারেলের অফিসের বিবৃতিতে জানা যায়, আগুনে সাত পুরুষ ও চারজন নারী নিহত হয়েছেন। অন্য চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে সীমান্তের ওপারে মার্কিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, এক যুবক ওই পানশালায় নারীদের উত্যক্ত করার পর তাকে বের করে দেয়া হয়। এর পরই ককটেল ছোড়ার ঘটনা ঘটে।