মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: বিএনপি তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের ডাকা তারুণ্যের সমাবেশে দেওয়া দলটির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের বক্তব্য আলোচিত হচ্ছে। বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ঘুরপাক খাচ্ছে।
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে এ বক্তৃতা করেনি তিনি। এ সময় শামা ওবায়েদ বলেন, আজকের তারুণ্যের সমাবেশে লক্ষকোটি তরুণ উপস্থিত হয়েছে। আমাদের একটাই কথা— শেখ হাসিনা তুমি দেখে যাও, বাংলাদেশের তরুণ সমাজ কীভাবে জেগে উঠেছে। তোমাকে বিদায় নিতে হবে। ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তরুণসমাজ শুধু দেখেছে, আওয়ামী লীগের অত্যাচার, গুম-খুন, দুর্নীতি, রাহাজানি এবং বিনাভোটে ভোট চুরির নির্বাচন।
তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য ১৯৭১ সালে আমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছিলেন। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে তরুণসমাজ জেগে উঠেছে। বর্তমান সরকারকে বিদায় করার জন্য সারাদেশের তরুণসমাজ আজ ঐক্যবদ্ধ ।
বিএনপির এ নেত্রী বলেন, শেখ হাসিনাকে গোপালগঞ্জেও ২০১৮ সালে নিশিরাতে ভোট কাটতে হয়েছিল। বর্তমান নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ঢাকা-১৭ আসনের ভোটে ৫% ভোট পড়েনি। আজকে শিক্ষাব্যবস্থার ধ্বংস করে তরুণসমাজ করা হচ্ছে। ভাড়াটিয়া লোকদের দিয়ে ব্যালট কাটা হচ্ছে।