সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেল লাইনের উপর থেকে এইচএসসি পরীক্ষার্থীর শান্ত দেবনাথ (২০) এর মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ
মঙ্গলবার (২৫ জুলাই) রাতে শহরের ভানুগাছ সড়কের আউটার সিগনাল এলাকার রেল লাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়। ছেলেটির লাশ রেল লাইনের উপরে পড়া ছিল। তার দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন ছিল।
শান্ত দেবনাথ রাজনগর উপজেলার রাজনগর গ্রামের নিখিল দেবনাথের ছেলে। সে মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে সরকারি কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই রকিবুল ইসলাম বলেন, কি ভাবে মৃত্যু হলো তা এখনি নিশ্চত ভাবে বলা যাচ্ছে না, তদন্তের পর সবকিছু বলা যাবে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি, ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠাবো।
শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।