1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম

Uncategorized, অধুনা, অনলাইন জগৎ, অপরাধ, অপরাধ, অর্থনীতি, অ্যাথলেটিক্স, আইন ও বিচার, আন্তর্জাতিক, আফ্রিকা, আমার ডাক্তার, আমেরিকা, আরব বিশ্ব, ইউরোপ, এক্সক্লুসিভ, এশিয়া, কক্সবাজার, কম্পিউটার ও আইটি, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, কুমিল্লা, কুমিল্লা বিভাগ, কুষ্টিয়া, ক্রিকেট, খাগড়াছড়ি, খাবারদাবার, খুলনা, খুলনা বিভাগ, খেলা, গাইবান্ধা, গাজীপুর, গৃহসজ্জা, গোপালগঞ্জ, চট্টগ্রাম, চট্টগ্রাম বিভাগ, চাঁদপুর, চাঁপাই নবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, ছুটির দিনে, জনসংখ্যা, জয়পুরহাট, জামালপুর, জীবনযাপন, জেলার খবর, ঝালকাঠি, ঝিনাইদহ, টাঙ্গাইল, টেনিস, টেলিভিশন, ঠাকুরগাঁও, ঢাকা, ঢাকা বিভাগ, ঢালিউড, দিনাজপুর, দুর্ঘটনা, নওগাঁ, নকশা, নড়াইল, নরসিংদী, নাটোর, নারায়ণগঞ্জ, নারীমঞ্চ, নীলফামারী, নেত্রকোনা, নোয়াখালী, পঞ্চগড়, পটুয়াখালী, পরামর্শ, পরিবেশ, পাকিস্তান, পাবনা, পিরোজপুর, পেশা, পোশাক শিল্প, ফরিদপুর, ফিচার, ফুটবল, ফেনী, ফ্যাশন, বগুড়া, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বলিউড, বাংলাদেশ, বাগেরহাট, বাজেট, বাণিজ্য সংবাদ, বান্দরবান, বিদেশের খবর, বিনোদন, বিবিধ, বিশ্লেষণ, বেড়ানো, ব্রাহ্মণবাড়িয়া, ভারত, ভোলা, মঞ্চ, ময়মনসিংহ, মাগুরা, মাদারীপুর, মানবসম্পদ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, মেহেরপুর, মোবাইল, মৌলভীবাজার, মৌলভীবাজার, ময়মনসিংহ বিভাগ, যশোর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রংপুর, রংপুর বিভাগ, রাঙ্গামাটি, রাজধানী, রাজনীতি, রাজবাড়ী, রাজশাহী, রাজশাহী বিভাগ, রাশিফল, রূপচর্চা, লক্ষ্মীপুর, লালমনিরহাট, লিড নিউজ, শরীয়তপুর, শিল্প ও সাহিত্য, শেয়ারবাজার, শেরপুর, সংগীত, সংসদ, সরকার, সাতক্ষিরা, সারাদেশ, সিরাজগঞ্জ, সিলেট, সিলেট বিভাগ, সুনামগঞ্জ, স্টাইল, স্বপ্ন নিয়ে, স্লাইডার, হবিগঞ্জ, হলিউড

যা চলছে ‘উন্মাদ’দের প্রদর্শনীতে

  • আপডেট টাইম : সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ১০৩৮ বার পঠিত

আমরা ভাতপাগল, মাছপাগল, ফুটবলপাগল, ক্রিকেটপাগল—মোটকথা আমরা বড় পাগল জাতি। এর মধ্যে আছে আবার উন্মাদ! সেই উন্মাদ ম্যাগাজিনের বয়স এখন ৪০, ভাবা যায়? এ উপলক্ষে রাজধানীর দৃক গ্যালারিতে ৫ জুলাই শুরু হয়েছে ৫ দিনব্যাপী ‘বিশাল’ কার্টুন প্রদর্শনী। আজ সোমবার প্রদর্শনীর শেষ দিন। সেখান থেকে ঘুরে এসেছেন রস‍+আলোর দুই উন্মাদ আশফাকুর রহমান ও আন্‌ নাসের নাবিল। শুনুন তাঁদের অভিজ্ঞতা।

ফ্রি উন্মাদ অফার
কার্টুন প্রদর্শনী চলছে দৃক গ্যালারির দোতলা আর তিনতলায়। দোতলায় ঢুকে দেখা গেল, দেয়ালে ঝোলানো সারি সারি কার্টুন দেখে দর্শকেরা মুগ্ধ হচ্ছেন, ছবি তুলছেন। এর মধ্যে চোখ আটকে গেল উন্মাদ-এর ১২টি সংখ্যা ফ্রি পাওয়ার এক বিশেষ অফারে। একটাই শর্ত—দেয়ালে ঝোলানো ল্যান্ডফোনটি দিয়ে সেলফি তুলতে হবে!

ক্যারিকেচারের জন্য যখন সবাই উন্মাদ। ছবি: আনিসুল কবিরলাইভ ক্যারিকেচারেও নেইমার
তিনতলায় গিয়ে বুঝতে পারলাম, পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘোরে তেমনই কার্টুন প্রদর্শনীটি ঘুরছে লাইভ ক্যারিকেচারের চারদিকে। হলের ঠিক মাঝখানে দুটি টেবিল বসিয়ে চলছে আগ্রহী দর্শনার্থীদের ক্যারিকেচার আঁকাআঁকি। সবাই তুমুল আগ্রহ নিয়ে কার্টুনিস্টদের হাতে নিজেদের ক্যারিকেচার আঁকিয়ে নিচ্ছেন। মোট দর্শনার্থী সংখ্যার অর্ধেকের বেশিই সম্ভবত ক্যারিকেচার টেবিলের আশপাশে অবস্থান করছেন। এক বাবা তাঁর ছেলেকে নিয়ে এসেছেন সেখানে। ক্যারিকেচার চলছে। ছেলে ব্রাজিল সমর্থক, বিশেষ করে নেইমারপাগল। কারণ কার্টুনিস্টের সামনে বসে থাকতে থাকতে হঠাৎ বলা নেই কওয়া নেই ধপাস করে পড়ে গেল সে! বাবা চিৎকার করে উঠলেন, ‘ওরে আমার নেইমার!’

এই সেই উন্মাদাসন, যেখানে বসলে দুদণ্ড শান্তি মেলে। ছবি: ফজলে রাব্বীযত শান্তি উন্মাদাসনে

লাইভ ক্যারিকেচারের সামনেই ডান দিকে আছে উন্মাদাসন। যোগাসন বা শবাসনের মতো শরীরচর্চার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এটি মূলত একটি কমোড। নিচে কার্পেট বিছানো। পাশেই উন্মাদ ম্যাগাজিনের বেশ কয়েকটি সংখ্যা। উন্মাদ পড়ার জন্য একদম আদর্শ ব্যবস্থা! ‘লোকে কী ভাববে’ ভেবেই সম্ভবত কেউ উন্মাদাসনে বসছেন না। এভাবেই লোকলজ্জার ভয়ে অনেক মহৎ কাজই আমাদের সমাজে আলোর মুখ দেখে না।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..