শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রফুল্ল মালাকার (৩৯) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (০৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের যুগিবিল গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কমলগঞ্জ থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের যুগিবিল গ্রামের মৃত প্রমুদ মালাকারের ছেলে প্রফুল্ল মালাকারের সাথে একই এলাকার মৃত সচিন্দ্র মালাকারের ছেলে নিপেন্দ্র মালাকার নিপু গংদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার সকাল ১০টার দিকে নিপেন্দ্র মালাকার নিপুু তার ভাই শৈলেন্দ্র মালাকার ও তার ভাতিজা শিপলু মালাকার সহ অজ্ঞাত আরো ২/৩ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রফুল্ল মালাকারের বসত বাড়িতে হামলা চালায়। হামলায় প্রফুল্ল মালাকার আহত হন। এ সময় পরিবারের সদস্যদের হাল্লাচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রফুল্ল মালাকার। থানায় লিখিত অভিযোগ দেয়ার পর অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রফুল্ল। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নিপেন্দ্র মালাকার নিপু বলেন, প্রফুল্ল আমার জমিতে বেড়া দিতে গেলে আমি বাধা দেই। এ সময় প্রফুল্ল তার স্বজনদের নিয়ে আমাকে মারধর করে। এ ঘটনায় তিনিও থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান নিপেন্দ্র।