রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
বিকুল চক্রবর্তী : মৌলভীবাজারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনালে উঠেছে শ্রীমঙ্গল বালিকা দল অনুর্ধ-১৭ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনালে শ্রীমঙ্গল বালক দল অনুর্ধ-১৭। সোমবার মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে আয়োজিত এ সেমিফাইনালে মৌলভীবাজার সদর বালিকা দলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে শ্রীমঙ্গল বালিকা দল।এ দিকে শ্রীমঙ্গল উপজেলা বালক দল মৌলভীবাজার সদর বালক দলকে ট্রাইবেকারে ৭-৬ গোলে হারিয়ে বিজয়ী হয়।
এর আগে শ্রীমঙ্গল বালিকা ও বালক উভয় দল প্রত্যেক রাউন্ডে বিজয়ী হয়। বুধবার অনুষ্ঠিত হবে ফাইলান।ক্রীড়ামোদী আব্দুল জলিল খান জানান, এ টীম দেয়ায় জেলা জুড়ে ফুটবল নিয়ে কিশোর ও তরুণদের মধ্যে একটি উৎসাহের মাত্রা যুক্ত হয়েছে। বিশেষ করে নারী ফুটবলারদের মধ্যে। ক্রীড়া সংগঠক কাজী আহমদ মনি জানান, খেলোয়ারদের মধ্যে উৎসাহ বাড়াতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম টিমের সকল খোলোয়ারদের খেলার বুট জুতা উপহার দেন। এতে খুশি খেলোয়রা।শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শ্রীমঙ্গলের দুটি টিমই ভালো করেছে। তিনি জানান, তাদের চর্চা অভ্যাহত রাখতে শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে নিয়মিত অনুশিলন অভ্যাহত রাখবেন।