1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

গত আড়াই মাসে গমের দাম সর্বনিম্ন

  • আপডেট টাইম : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক বাজারে গমের দাম আরও কমেছে। বুধবার (১৬ আগস্ট) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) খাদ্যপণ্যটির দর আরেক দফা হ্রাস পেয়েছে। ইতোমধ্যে তা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে বাম্পার ফলনের প্রত্যাশা করা হচ্ছে। ফলে এদিন গমের মূল্য আরও নিম্নমুখী হয়েছে। এ নিয়ে টানা ৪ কর্মদিবসে ভোগ্যপণ্যটির দরপতন ঘটলো।

আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সবচেয়ে সক্রিয় গমের দাম কমেছে ১ শতাংশেরও বেশি। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৫ ডলার ৯১ সেন্টে। গত ৩১ মে’র পর যা সবচেয়ে কম।

এবার উত্তর গোলার্ধে গমের উৎপাদন বেড়েছে। ফলে খাদ্যশস্যটির বাজার চাপে পড়েছে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কৃষ্ণসাগর বন্দর দিয়ে খাদ্যপণ্য রপ্তানি কমতে পারে। এমনটি হলে গমের দাম চাঙা থাকার সম্ভাবনা রয়েছে।

গত মাসে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রপ্তানি চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে রাশিয়া। এতে বিশ্ববাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। তবে রুশদের চুক্তিতে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ ও তুরস্ক। সেটি বাস্তবায়ন হলে খাদ্যপণ্যের বৈশ্বিক মূল্য আরও কমবে।

ব্যবসায়ীরা বলছেন, মঙ্গলবার (১৫ আগস্ট) সিবিওটি গমের নিট বিক্রেতা ছিল কম্মোডিটি ফান্ড।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..