1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম

শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘ইউরো চ্যাম্পিয়নশিপ’

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ১৮৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: ইউরোপের জমজমাট ফুটবলের পসরা নিয়ে শুক্রবার শুরু হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপ। প্রস্তুত সব লড়াইয়ের মঞ্চ। প্রস্তুত দলগুলো।

১৬তম আসরটা গেল বছর হবার কথা ছিল। করোনার কারণে এক বছর পেছালেও ‘ইউরো চ্যাম্পিয়নশিপ-২০২০’ নামেই মাঠে গড়াবে টুর্নামেন্ট।

ফুটবল যারা দেখেন, ভালোবাসেন ইউরো চ্যাম্পিয়নশিপ তাদের কাছে চেরি অন দ্যা কেক। পাওয়ার আর নান্দনিক ফুটবল, মাঠের উত্তেজনা, দর্শকদের বাঁধ ভাঙ্গা উল্লাস, বিশ্বকাপের পরেই স্থান দিয়েছে ইউরোকে। এ যেন আরেক গ্রেটেস্ট শো অন আর্থ।

ইউরোপের বিভিন্ন দেশের মোট ১১ ভেন্যুতে ৬টা গ্রুপে ভাগ হয়ে এবারের শিরোপার লড়াই জমিয়ে তুলবে ২৪ দেশ। ১১টা স্টেডিয়াম রুপ নেয় ফুটবলের মেলা সাজিয়ে।

এক গ্রুপে চারটা করে দল। গ্রুপে প্রতি দলের খেলা ৩টা করে। প্রতি গ্রুপের সেরা দুই দলের সঙ্গে চারটা বেস্ট থার্থ প্লেসড দল খেলবে রাউন্ড অফ সিক্সটিনে।

পুরনো বছরের নতুন আসরে, নতুনত্ব অনেক কিছুই নিয়ে আসছে ইউরো। করোনার কারণে গেল বছর ভেস্তে গেছে এবারে শেষ আসরের মতো বাধন হারা হতে পারবে না দর্শকরা। স্টেডিয়ামে প্রবেশের অনুমতি মিললেও সেটা ধারন ক্ষমতার নির্দিস্ট একটা অংশ। যেমন জামারইম অনুমতি দিয়েছে ২০%। এদিকে ইংলিশরা চাইছে সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। তাই তো, ফুল হাউজ ওয়েম্বলিতে ফাইনাল করবে তারা।

এক নজরে ৬টি গ্রুপে অল্প করে চোখ বুলিয়ে নিলে যে কেউই ধরে ফেলতে পারবেন, এবারের আসরে ডেথ গ্রুপ বা মৃত্যুকোপ ‘এফ’। ফ্রান্স, জার্মানি, পর্তুগালের মতো শক্তিশালী তিন দলের সাথে, চতুর্থ দল হিসেবে আছে হাঙ্গেরি।

পর্তুগালের টানা দুই নম্বর, নাকি স্পেনের প্রত্যাবর্তন, ফ্রান্স, জার্মানিই বা কম কি? কে জিতবে পরের কথা, আপাতত ফুটবল প্রেমীরা অপেক্ষায় মনের খোরাক মেটাতে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..