সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: আগামীকাল বুধবার (৬ সেপ্টেম্বর) শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন (জন্মাষ্টমী)। এই দিনটিকে জন্মাষ্টমীর দিন এবং উৎসব হিসেবে পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। এটি সনাতনীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হিসেবে বিবেচিত। জন্মাষ্টমীর দিন সরকারি ছুটি থাকে।
বাংলাদেশে জন্মাষ্টমী উদযাপনের ইতিহাস বহুদিনের। এই দিনে অনেকে নাটকীয় নৃত্যে যোগ দেন বা অংশ গ্রহণ করেন, যেগুলো কৃষ্ণের জীবনের ঘটনার উপর পুনঃনির্মাণ করা। অন্যরা মধ্যরাত পর্যন্ত ছুটির দিনের উপর ভিত্তি করে তৈরি করা গান গেয়ে থাকেন, কারণ তারা মনে করেন এ সময় কৃষ্ণের জন্ম হয়েছিলো। এবং অনেক উপবাস করবেন কিন্তু পরের দিন একটি রঙিন, আনন্দপূর্ণ উৎসবে যোগদান করবেন।
প্রতিবারের মতো জন্মাষ্টমীর দিন ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে একটি বিশেষ শোভাযাত্রা বের করা হবে এবারও। শোভাযাত্রাকে ঘিরে এরিমধ্যে বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শোভাযাত্রা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাসহ সড়ক ব্যবহারের কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী ৭ দিনের আবহাওয়ার খবর
শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট-বঙ্গবাজার-নগর ভবন-গোলাপশাহ্ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক পর্যন্ত।
নির্দেশনায় বলা হয়,
শোভাযাত্রা চলাকালীন সম্মানিত নাগরিকদেরকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসী, যানবাহনের মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।