মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক: ভূমি সেবা সপ্তাহ – ২০২১ উপলক্ষ্যে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে এলএ চেক বিতরণ করা হয়।
আজ ১০জুন বৃহষ্পতিবার মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মলিকা দে মোট ১২জন ক্ষতিগ্রস্তকে তাদের দখল হস্তান্তরকৃত জমির নিকটে গিয়ে উক্ত চেক হস্তান্তর করেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. তানভীর হোসেন ও ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা এবং কর্মচারীরা। মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আথানগিরি মৌজায় মৌলভীবাজার পলী বিদ্যুৎ সমিতির জন্য অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ হিসেবে উল্যিখিত চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।