রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিবেদক: শ্রীমঙ্গলের এক ভোক্তা মৌলভীবাজার জাতীয় ভোক্ত অধিদপ্তরের কার্যালয়ে অতিরিক্ত দামে পন্য বিক্রির অভিযোগ দায়ের সত্যতা নিশ্চিত হয়ে ভোক্তা অীধকার সংরক্ষন অধিদপ্তর থেকে পুরস্কার পেয়েছেন। জানাযায়, ১০ জুন মৌলভীবাজার ভোক্তা অধিদপ্তরে মোট তিনটি প্রতিষ্টানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে অভিযোগ দায়ের করেন মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের তিন ভোক্তা। তাদের দায়েরকৃত অভিযোগগুলো হচ্ছে নকল মবিল বিক্রি, অতিরিক্ত দামে পোল্ট্রি ফিড বিক্রি ও অতিরিক্ত দামে ঔষধ বিক্রি । এ ব্যাপারে ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন বলেন, ১০ জুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে অভিযোগকারী এবং অভিযুক্তের উপস্থিতিতে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। আইন অনুযায়ী জরিমানার ২৫% টাকা তিনজন অভিযোগকারীকে মোট ৩ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়। তিনি জানান, মো: শাহেদ আহমেদ চৌধুরী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোডে অবস্থিত আর, বি মটরস এর বিরুদ্ধে নকল মবিল বিক্রি করার অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত প্রতিষ্ঠানের মালিক মনিলাল দেব তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী মো: শাহেদ আহমেদ চৌধুরীকে জরিমানার ২৫%=২ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। একই সাথে অতিরিক্ত দামে পোল্ট্রি ফিড বিক্রি করায় মৌলভীবাজার জেলার সদর উপজেলার সিলেট রোডে অবস্থিত শাহজালাল পোল্ট্রি এন্ড ফিশ ফিড হাউজ এর বিরুদ্ধে মো আতাউর রহমান অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত প্রতিষ্ঠানের মালিক মো: রেজাউল করিম তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী জনাব মো: আতাউল রহমানকে জরিমানার ২৫%=১ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। একই ভাবে সিলেট, জেলা পুলিশ লাইনের সামনে অবস্থিত প্যানাসিয়া ফার্মেসী এর বিরুদ্ধে রাজন পাল অতিরিক্ত দামে ঔষধ বিক্রির অভিযোগ আনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারী রাজন পালকে ৫ শত টাকা প্রদান করা হয়। মৌলভীবাজার ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আল-আমিন জানান, তাদের এ অভিযান অভ্যাহত থাকবে। ভোক্তা কৃর্তক সঠিক অভিযোগ পেলে তারা সব সময়ই আনানুগ ব্যবস্থা গ্রহন করে থাকেন।