সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৩ পূর্বাহ্ন
এম এ কাসেম চৌধুরী :: বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, শিক্ষার কোন বিকল্প নেই। আমরা যে কাজগুলো করি এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষাক্ষেত্রে। কারণ এটাই জীবনের চাবিকাঠি। বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এই সরকারের আমলে দেশের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে৷ আমরা চাই সকল বাঙ্গালী শিক্ষিত হোক। যাতে কেউ অক্ষরজ্ঞানহীন না থাকে এটাই আমাদের লক্ষ্য।
শনিবার(৯ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার, গরীব দু:খী মেহনতী মানুষের সরকার৷ আমরা ধর্মে আর কর্মে মিল চাই। আমরা চাই সবাই সমানতালে এগিয়ে যাক। আওয়ামীলীগ বাংলাদেশের আপন সরকার। আ.লীগের আমলে দেশের যে উন্নয়ন হয়েছে কেউ তা করতে পারেনি। এই দেশকে রেখে আওয়ামীলীগ কোথাও পালাবে না৷ যারা দেশকে সম্মান করেনা তাদের বিরুদ্ধে আমাদের বিবাদ সবসময়ই চলমান থাকবে৷ কারো কথায় কান না দিয়ে আগামী নির্বাচনে আপনারা ন্যায় বিচার করবেন এটাই প্রত্যাশা।
মন্ত্রী আরও বলেন, জামায়াতে ইসলাম
কি সেটা দেশের মানুষ জানে। জামাতের নিবন্ধন আছে কিনা বা তারা সংসদ নির্বাচন করতে পারবে কিনা সেটা সরকারের দেখার বিষয় নয়। নির্বাচন কমিশন আছে তারা দেখবে। তারা যে সিদ্ধান্ত দিবে আমরা মেনে নিব৷ নির্বাচন কনিশন সম্পূর্ণ স্বাধীন৷ দেশের ব্যাংকখাতের ব্যাপারে মন্ত্রী বলেন, ব্যাংক থেকে যারা ঋণ নিয়ে পরিশোধ করছেন না তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে৷
পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল কবির এনামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, জেলা প্রকৌশলী(এলজিইডি) মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন শরীফি, ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়জুল করিম, আওয়ামীলীগ নেতা সৈয়দুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপনসহ আরও অনেকে।
এর আগে দুপুরে আব্দুল মজিদ কলেজের ৫তলা বিশিষ্ট একাডেমিক ভবন, উমেদনগর হযরত শাহজালাল(রহ:) দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার নবনির্মিত ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা ভবন, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান