রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিবেদক: মৌলভীবাজারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনালে বিজয়ী হয়েছে শ্রীমঙ্গল বালিকা দল অনুর্ধ ১৭। এদিকে বৃহস্পতিবার বিকেলে জেলায় ফাইনাল খেলায় বিজয়ী হওয়ায় প্রত্যেক খেলোয়ার ও সংশ্লিষ্ট সবাইকে পুরস্কৃত করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এ সময় প্রত্যেক খেলোয়ারদের তিনি বিজয়ের মেডেল পরিয়ে দেন।
েউল্লেখ্য শ্রীমঙ্গল বালিকা দল অনুর্ধ ১৭বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের প্রত্যেক রাউন্ডে সাফল্যের সাথে বিজীয় হয়। তারা প্রথম রাউন্ডে কুলাউড়াকে ১৬ গোলে পরাজিত করে। বুধবার মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলায় তারা মৌলভীবাজার পৌরসভাকে ৫-০ গোলে পরাজিত করে ফাইনালের শিরোপা পায়। পরে তারা উপজেলার এ অর্জন চ্যাম্পিয়ন কাপটি উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভুমি নেছার আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশগুপ্ত, ক্রীড়া সংগঠক কাজী আহমদ মনি, মো: জালাল খান ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।