বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৮:৪৮ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর সাড়ে ১২টায় জেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন হতে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যেমে অনুষ্টানের শুরু হয়। মোহাম্মদ ফরিদ রহমান সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (চঃ দাঃ) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মৌলভীবাজার এর সভাপতিত্বে
ও জাহেদ হাসান পরিচালনায় আনসার ভিডিপি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মোঃ নূরুল হাসান ফরিদী উপ-মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট রেঞ্চ,সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মেহেদী হাসান, বিএএম, পিএএমএস,পরিচালক, ২৪আনসার ব্যাটালিয়ন,কালাপুর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার আলী রেজা রাব্বী,জেলা কমান্ড্যান্ট,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট, অরূপ রতন পাল,জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, হবিগঞ্জ, এ এম এম ওয়াহিদুজ্জামান,উপজেলা আনসা
র ও ভিডিপি কর্মকর্তা (অবঃ),বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোঃ মোসাহিদ হোসেন,ব্যবস্থাপক,আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, মৌলভীবাজার শাখা। স্বাগত বক্তৃতা করেন আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস। জেলার ৩উপজেলার প্রায় ২৫০জন আনসার-ভিডিপি সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন।
জেলা আনসার ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়,ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ও সংগঠনের কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ১৯টি বাইসাইকেল,৭টি সেলাই মেশিন,২১টি ছাতা ও বই বিতরণ করা হয়।
এসময় উপজেলা কোম্পানী কমান্ডার/ইউনিয়ন/ ওয়ার্ড দলনেতা- দলনেত্রীদের প্রতিবেদন পাঠ। অনুষ্টানের প্রধান অতিথি মহোদয়ের মৌলভীবাজার জেলার শহীদ আনসার সদস্যদের সন্তানদের সম্মাননা স্মারক প্রদান ও ইউনিয়ন দলনেতা/দলনেত্রী ও ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার বিতরন এবং শেষে আন্তঃ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা/২০২৩পুরস্কার বিতরন।