1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম

শিখ হত্যাকাণ্ডে ভারতকে ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ দেওয়া হয়েছে : ট্রুডো

  • আপডেট টাইম : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: ব্রিটিশ কলাম্বিয়াতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার প্রমাণ ইতোমধ্যে দিল্লির সঙ্গে ভাগ করা হয়েছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শিখ হরদীপ সিং নিজ্জারকে ১৮ জুন একটি শিখ মন্দিরের বাইরে গুলি করে হত্যা করা হয়।

অটোয়ায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘ভারতের সঙ্গে বিশ্বাসযোগ্য প্রমাণ শেয়ার করা হয়েছে এবং তা সাত দিন আগেই।’

তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে চাই। আশা করি ভারত তাতে রাজি হবে। এতে ওই ঘটনার গভীরে ঢুকতে পারবো আমরা।’

অটোয়াতে হরদীপ সিং নিজারের হত্যার সঙ্গে ভারতীয় সরকারি এজেন্টদের সম্পৃক্ত থাকার বিষয়টি গত সোমবার প্রকাশ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছিলেন, এ দাবির পেছনে তাদের বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। অবশ্য বিষয়টিকে ভালোভাবে নেয়নি দিল্লি। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় দক্ষিণ এশিয়ার দেশটি।

ভারতের নিরাপত্তা ও গোয়েন্দা শাখা দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ায় সক্রিয়। পাকিস্তানে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের জন্য তাদের সন্দেহ করা হচ্ছে। তবে ভারতীয় বংশোদ্ভূত প্রায় ২০ লাখ মানুষের বাসস্থান কানাডায় একজন কানাডিয়ান নাগরিককে হত্যার বিষয়টিকে নজিরবিহীন বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..