বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
অর্জুন দেবনাথ : পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ বদিউজ্জামান স্যারের পরিচালনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১১/০৬/২০২১ ইং. রাত ১০.১০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর মডেল থানাধীন শাহ্ মোস্তফা রোডস্থ দরগা মহল্লার মূল গেইট এর সামনে থেকে @ শরীফ আহমদ লারুজ (৩২), পিতা- আব্দুল আলীম চিটাগাঙ্গী, মাতা- খুসবা বেগম, সাং- গোবিন্দশ্রী,বর্তমানে-দরগা মহল্লা(অকিল মিয়ার বাসা), থানা ও জেলা – মৌলভীবাজারকে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আটক করা হয় এবং মৌলভীবাজার সদর মডেল থানাধীন শাহ্ মোস্তফা রোডস্থ দরগা মহল্লার বক্স ফার্মেসী এন্ড ডক্টর চেম্বার এর সামনে থেকে @মোঃ স্বপন মিয়া (৩৫), পিতা- মৃত শফিক মিয়া, মাতা- রুপিয়া বেগম, সাং- দরগা মহল্লা (শফিক মিয়ার বাসা), থানা ও জেলা – মৌলভীবাজারকে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ আটক করা হয়।