মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ::মাদ্রিদ ডার্বিতে হারের পর লা লিগায় দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। লাস পালমাসকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
স্বাগতিক দল প্রথমার্ধেই ডজনের চেয়েও বেশ কিছু গোলের সুযোগ হাতছাড়া করেছে। কাছ থেকে সুযোগ মিস করেছেন ডিয়াজ ও জোসেলু। প্রতিপক্ষ গোলকিপার আলভারো ভেলাসও দারুণ কিছু সেভ করে রিয়ালকে হতাশ করেছেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ৪৫+৩ মিনিটে শেষ পর্যন্ত ডেড লক ভাঙে ডিয়াজের কল্যাণে। ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান জোসেলু। রদ্রিগোর লব থেকে হেড করেছেন তিনি।
ম্যাচটা আবার ছিল ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের প্রত্যাবর্তনের। ইনজুরিতে এক মাস পর দলে ফিরেছেন। ৫৭ মিনিটে জোসেলুর বদলি হয়ে খেলতে নেমে দলকে প্রেরণাও জুগিয়েছেন।
এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে দুইয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা। ১৭ পয়েন্ট নিয়ে বার্সা তিন নম্বরে।