বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৫১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি প্রসেনজিৎ ‘এভারগ্রিন’ চট্টোপাধ্যায় ! হ্যাঁ, টলিউড ‘ইন্ডাস্ট্রি’র ইনস্টাগ্রাম ঝটপট ঘুরে আসুন, দেখবেন হতবাক হবেন। ৩০ সেপ্টেম্বর যে নায়ক ৬১ বছরে পা দিলেন, তাকে দেখে তো ৬১ লাগেই না! বরং মেরেকেটে ৪০ নাহলে পঁয়তাল্লিশ। হ্যাঁ, নতুন ছবিতে প্রসেনজিৎ তাঁর অনুরাগীদের একেবারে ধন্দে ফেলে দিয়েছেন।
নিজেকে ফিট রাখার জন্য কঠোর ডায়েটের মধ্যে দিয়ে যান প্রসেনজিৎ। সকাল থেকেই তাঁর খাওয়া-দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ। খাদ্যতালিকায় তাঁর থাকে ওটস, সুজি, নানা সবজি ও ফল। মাছ খান একেবারেই বেকড। সারাদিন ধরে প্রচুর জল খান। আর রাতে শুধুই শশা ও দই। একেবারেই বাইরের খাবার খান না তিনি। আর এটাই তাঁর সুস্থ থাকার সবচেয়ে বড় টিপস।
View this post on Instagram
A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)
এবারের পুজায় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার। এই ছবিতে ফের বাইশে শ্রাবণের সেই পুলিশ অফিসার প্রবীরের চরিত্রে দেখা যাবে তাঁকে।
আপাতত, এই ছবির প্রচারেই ব্যস্ত রয়েছেন প্রসেনজিৎ। তাঁর মাঝেই পরিবারের সঙ্গে জন্মদিনটা সেলিব্রেট করছেন এভারগ্রিন নায়ক।