বিশেষ প্রতিনিধি: ভাই হত্যার আসামিদের জামিনে মুক্তির পর ধারাবাহিক মিথ্যা মামলা, হামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর গ্রামের মোঃ কয়েছ মিয়া, সেলিনা বেগম, স্বামী মৃত বারভেছ মিয়া,আছিয়া বেগম,স্বামী শারপর উদ্দিন ও রশনারা বেগম।
আজ সোমবার সন্ধায় মৌলভীবাজার শহরের কাওরান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তাহারা লিখিত বক্তব্যে এ অভিযোগ করে বলেন-“আমার ভাই পারভেজ মিয়াকে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যার ঘটনায় মামলা হলেও আসামিরা জেল খেটে জামিনে বের হয়ে এসে আমাদের পরিবারের ওপর একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে। পুলিশ প্রশাসন ঘটনাগুলোর সত্যতা যাচাই না করেই আমাদের পরিবারের সদস্যদের গ্রেফতার করছে।
কয়েছ মিয়া অভিযোগ করে আরও বলেন, “হত্যা মামলার আসামিরা এলাকায় ফিরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা দা,ছুরি,চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়েছে এবং পরিবারের সদস্যদের মারধর করেছে। এমনকি আমার মা, বোন ও ছেলেকেও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
তিনি বলেন,“সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আমাকে বিনা অপরাধে ধরে নিয়ে ৫১ধারায় চালান দেয়। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
সংবাদ সম্মেলনে মোঃ কয়েছ মিয়া প্রশাসনের নিকট হত্যাকাণ্ডের সঠিক তদন্ত, ন্যায়বিচার ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
3:52 am, Wednesday, 19 November 2025
News Title :
মৌলভীবাজারে ভাই হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:02:24 pm, Wednesday, 29 October 2025
- 187 Time View
Tag :
Popular Post





























