10:39 pm, Monday, 17 November 2025

মৌলভীবাজার-১ আসনের নৌকার মাঝি মো. শাহাব উদ্দিন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বর্তমান সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ মুহূর্তে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টার পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তালিকা পাঠ করে শোনাচ্ছেন ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং মনোনয়নপ্রত্যাশী অনেকেই উপস্থিত রয়েছেন।

এবার নৌকা প্রতীকে নির্বাচন করতে ৩ হাজার ৩৬২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে দলের মনোনয়ন বোর্ড দফায় দফায় বৈঠক করে।

রোববার সকালে গণভবনে মনোনয়নপ্রত্যাশী সবাইকে গণভবনে ডেকে নির্দেশনা দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার-১ আসনের নৌকার মাঝি মো. শাহাব উদ্দিন

Update Time : 11:05:46 am, Sunday, 26 November 2023

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বর্তমান সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ মুহূর্তে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টার পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তালিকা পাঠ করে শোনাচ্ছেন ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং মনোনয়নপ্রত্যাশী অনেকেই উপস্থিত রয়েছেন।

এবার নৌকা প্রতীকে নির্বাচন করতে ৩ হাজার ৩৬২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে দলের মনোনয়ন বোর্ড দফায় দফায় বৈঠক করে।

রোববার সকালে গণভবনে মনোনয়নপ্রত্যাশী সবাইকে গণভবনে ডেকে নির্দেশনা দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।