7:21 am, Wednesday, 19 November 2025

মৌলভীবাজার-৪ আসনে (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) বিএনপির প্রার্থী হলেন হাজী মুজিব

আকরামুল রাজ্জাক চৌধুরী,কমলগঞ্জঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির ঘোষণায় মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) মনোনয়ন পেয়েছেন। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করা হলে এ আসনে হাজী মুজিবের নাম অন্তর্ভুক্ত হয়।

আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য। দীর্ঘদিন ধরে তিনি মৌলভীবাজার-৪ আসনে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলীয় কর্মকাণ্ডে তাঁর অবদান ও তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে এই আসনে মনোনয়ন প্রদান করেছে বলে জানা গেছে।

মনোনয়ন ঘোষণার খবর পেয়ে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের সর্বস্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন। দলীয় কার্যালয়ে, বিভিন্ন ইউনিয়নে ও ওয়ার্ড পর্যায়ে অভিনন্দন মিছিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

হাজী মুজিব তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “এ মনোনয়ন দলের প্রতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের ভালোবাসা ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতা নিয়েই আমি নির্বাচনে অংশগ্রহণ করবো এবং ইনশাআল্লাহ বিজয় অর্জন করবো।”

উল্লেখ্য, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনটি সবসময় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গল চেম্বার অব কমার্সের নির্বাচনে প্যানেল ঘোষণা

মৌলভীবাজার-৪ আসনে (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) বিএনপির প্রার্থী হলেন হাজী মুজিব

Update Time : 06:04:56 pm, Tuesday, 4 November 2025

আকরামুল রাজ্জাক চৌধুরী,কমলগঞ্জঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির ঘোষণায় মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) মনোনয়ন পেয়েছেন। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করা হলে এ আসনে হাজী মুজিবের নাম অন্তর্ভুক্ত হয়।

আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য। দীর্ঘদিন ধরে তিনি মৌলভীবাজার-৪ আসনে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলীয় কর্মকাণ্ডে তাঁর অবদান ও তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে এই আসনে মনোনয়ন প্রদান করেছে বলে জানা গেছে।

মনোনয়ন ঘোষণার খবর পেয়ে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের সর্বস্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন। দলীয় কার্যালয়ে, বিভিন্ন ইউনিয়নে ও ওয়ার্ড পর্যায়ে অভিনন্দন মিছিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

হাজী মুজিব তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “এ মনোনয়ন দলের প্রতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের ভালোবাসা ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতা নিয়েই আমি নির্বাচনে অংশগ্রহণ করবো এবং ইনশাআল্লাহ বিজয় অর্জন করবো।”

উল্লেখ্য, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনটি সবসময় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।