10:43 am, Tuesday, 18 November 2025

সরকারবিরোধী পোষ্টের অভিযোগে জুড়ীতে শিবির নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার জিডি

বড়লেখা প্রতিনিধি:

লন্ডনে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও সরকারের বিভিন্ন দফতরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ছাত্রলীগকে জড়িয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য পোষ্টের অভিযোগে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বেলাল হোসাইন রোববার রাতে সাবেক ছাত্রশিবির নেতা লন্ডন প্রবাসী এবাদুর রহমানের বিরুদ্ধে জুড়ী থানায় সাধারণ ডায়রি করেছেন।

জিডিতে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বেলাল হোসাইন অভিযোগ করেন, উপজেলার জায়ফর নগরের মাওলানা মুজিবুর রহমানের ছেলে এবাদুর রহমান ২০১১ সাল পর্যন্ত দেশের বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়াকালীন স্বাধীনতা বিরোধী সংগঠন ছাত্রশিবিরের রাজনীতি করতেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার কিছুদিন পর সে যুক্তরাজ্যে গমন করে। সেখানে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সরকারের বিভিন্ন ভালো কাজের মিথ্যা সমালোচনা ও সরকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। বিভিন্ন সময় ছাত্রলীগের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যও পোস্ট করেছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ হচ্ছে। কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ করায় বিভিন্ন মাধ্যমে সে হুমকি ধমকি দিচ্ছে। একজন ছাত্রলীগ নেতা হিসেবে দূতাবাসের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, সরকারবিরোধী বিভিন্ন অপপ্রচারের অভিযোগে ছাত্রলীগ নেতা বেলাল হোসাইন এবাদুর রহমান নামক ব্যক্তির বিরুদ্ধে থানায় জিডি করেছেন। আসামী বিদেশে থাকায় তদন্তের মাধ্যমে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

সরকারবিরোধী পোষ্টের অভিযোগে জুড়ীতে শিবির নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার জিডি

Update Time : 10:23:03 am, Monday, 17 January 2022

বড়লেখা প্রতিনিধি:

লন্ডনে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও সরকারের বিভিন্ন দফতরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ছাত্রলীগকে জড়িয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য পোষ্টের অভিযোগে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বেলাল হোসাইন রোববার রাতে সাবেক ছাত্রশিবির নেতা লন্ডন প্রবাসী এবাদুর রহমানের বিরুদ্ধে জুড়ী থানায় সাধারণ ডায়রি করেছেন।

জিডিতে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বেলাল হোসাইন অভিযোগ করেন, উপজেলার জায়ফর নগরের মাওলানা মুজিবুর রহমানের ছেলে এবাদুর রহমান ২০১১ সাল পর্যন্ত দেশের বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়াকালীন স্বাধীনতা বিরোধী সংগঠন ছাত্রশিবিরের রাজনীতি করতেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার কিছুদিন পর সে যুক্তরাজ্যে গমন করে। সেখানে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সরকারের বিভিন্ন ভালো কাজের মিথ্যা সমালোচনা ও সরকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। বিভিন্ন সময় ছাত্রলীগের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যও পোস্ট করেছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ হচ্ছে। কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ করায় বিভিন্ন মাধ্যমে সে হুমকি ধমকি দিচ্ছে। একজন ছাত্রলীগ নেতা হিসেবে দূতাবাসের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, সরকারবিরোধী বিভিন্ন অপপ্রচারের অভিযোগে ছাত্রলীগ নেতা বেলাল হোসাইন এবাদুর রহমান নামক ব্যক্তির বিরুদ্ধে থানায় জিডি করেছেন। আসামী বিদেশে থাকায় তদন্তের মাধ্যমে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে।