12:14 am, Friday, 14 November 2025

স্যালাইন চলছে অভিনেত্রীর শরীরে

ডেস্ক রিপোর্ট : সিনেমার শুটিংয়ে দুর্ঘটনার শিকার হলেন টালিউড অভিনেত্রী লহমা ভট্টাচার্য। হাসপাতালের বিছানায় শুয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিস্থিতির কথা তুলে ধরেন এ অভিনেত্রী। সেই সঙ্গে হাসপাতালে অবস্থানের ছবিও শেয়ার করেন তিনি।  ছবিতে দেখা যায়, স্যালাইন চলছে অভিনেত্রী লহমার শরীরে। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, শুটিংয়ের দিনটা অন্যভাবে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ঘটল অন্যরকম। দুর্ঘটনা তো ঘটতেই পারে। অস্ত্রোপচার হয়েছে। তবে আমাকে শক্ত থাকতে হবে।   জানা গেছে, গত মঙ্গলবার, ১২ নভেম্বর ‘চালচিত্র’সিনেমার একটি বিশেষ গানের শুটিং করছিলেন পরিচালক প্রতিম ডি’গুপ্ত। এই গানে ছিলেন ছবির দুই অভিনেতা টোটা রায়চৌধুরী এবং শান্তনু মহেশ্বরী। গানটিতে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন লহমা।   অভিনেত্রী জানান, শুটিং ফ্লোরে নাচার সময় তার ডান পায়ের আঙুলে চাপ পড়ে নখ ভেঙে মাংসের মধ্যে ঢুকে যায়। এরপর সোজা চলে যান হাসপাতালে। অস্ত্রোপচার করা হয়।     উল্লেখ্য, জিতের ‘রাবণ’সিনেমা থেকে টালিউডে পা রাখেন অভিনেত্রী লহমা। এরপর পরমব্রত ও আবিরের সঙ্গে তাকে দেখা গেছে ‘বিয়ে বিভ্রাট’ ছবিতে। প্রথম ছবিতেই টালিউডে সবার নজর কেড়েছেন অভিনেত্রী লহমা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার  চাতলাপুর  স্থল শুল্ক স্টেশন ব্যবসাযীদের সাথে মত বিনিময় 

স্যালাইন চলছে অভিনেত্রীর শরীরে

Update Time : 07:26:30 am, Saturday, 16 November 2024

ডেস্ক রিপোর্ট : সিনেমার শুটিংয়ে দুর্ঘটনার শিকার হলেন টালিউড অভিনেত্রী লহমা ভট্টাচার্য। হাসপাতালের বিছানায় শুয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিস্থিতির কথা তুলে ধরেন এ অভিনেত্রী। সেই সঙ্গে হাসপাতালে অবস্থানের ছবিও শেয়ার করেন তিনি।  ছবিতে দেখা যায়, স্যালাইন চলছে অভিনেত্রী লহমার শরীরে। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, শুটিংয়ের দিনটা অন্যভাবে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ঘটল অন্যরকম। দুর্ঘটনা তো ঘটতেই পারে। অস্ত্রোপচার হয়েছে। তবে আমাকে শক্ত থাকতে হবে।   জানা গেছে, গত মঙ্গলবার, ১২ নভেম্বর ‘চালচিত্র’সিনেমার একটি বিশেষ গানের শুটিং করছিলেন পরিচালক প্রতিম ডি’গুপ্ত। এই গানে ছিলেন ছবির দুই অভিনেতা টোটা রায়চৌধুরী এবং শান্তনু মহেশ্বরী। গানটিতে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন লহমা।   অভিনেত্রী জানান, শুটিং ফ্লোরে নাচার সময় তার ডান পায়ের আঙুলে চাপ পড়ে নখ ভেঙে মাংসের মধ্যে ঢুকে যায়। এরপর সোজা চলে যান হাসপাতালে। অস্ত্রোপচার করা হয়।     উল্লেখ্য, জিতের ‘রাবণ’সিনেমা থেকে টালিউডে পা রাখেন অভিনেত্রী লহমা। এরপর পরমব্রত ও আবিরের সঙ্গে তাকে দেখা গেছে ‘বিয়ে বিভ্রাট’ ছবিতে। প্রথম ছবিতেই টালিউডে সবার নজর কেড়েছেন অভিনেত্রী লহমা।