1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ

  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১০২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ডাচরা। তবে ব্যক্তিগত ৪৫ রানে বিক্রমজিত সিংহ আর ১৮ রানে ম্যাক্স ও’ডাউড ফিরলে ছন্দপতন হয় নেদারল্যান্ডসের।

৪৬ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৯ রান করে তারা। সর্বোচ্চ ৪৮ রান আসে তেজা নিদামানুরুর ব্যাট থেকে।

জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ১২০ বল হাতে রেখে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ৭৯ বলে ৯০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক টেম্বা বাভুমা। অপরপ্রান্তে ৩৭ বলে ফিফটি করেন মারক্রাম। তাদের অবিচ্ছিন্ন ১০২ রানের জুটিতে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া পেসার সিসান্দা মাগালা।

এর আগে বৃষ্টিকে পরিত্যক্ত হয় সিরিজের প্রথম ম্যাচ।

এ জয়ে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এক ধাপ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। তবে এখনো কাটেনি শঙ্কা। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ওভার-রেটের পেনাল্টি ছাড়া জিততে হবে তাদের।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..