সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ::গত ম্যাচে রান করার পরেও সমালোচিত হয়েছিলেন বিরাট কোহলি। অভিযোগ ছিল, কোহলি সেঞ্চুরি করার চেষ্টায় একটু শ্লথ খেলেছেন। এবার সেই সুযোগই দিলেন না তিনি। তার ব্যটেই চলতি আসরের প্রথম সেঞ্চুরির দেখা পেল আইপিএল।
শনিবার (৬ এপ্রিল) জয়পুরে কোহলির হার না মানা সেঞ্চুরিতে ভর করে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এদিন দলের হয়ে যথারীতি ওপেন করতে নেমে ৬৭ বলে নয়টি চার ও চারটি ছক্কায় খেলেন ১১৩ রানের অপরাজিত ইনিংস। আইপিএলে এটি তার অষ্টম সেঞ্চুরি। ৩৯ বলে ধীরেসুস্থে নিজের প্রথম ফিফটিটি করেন বিরাট, এরপরের পঞ্চাশ রান করেন মাত্র ২৮ বলে।
কোহলি ছাড়া ৪৪ রান করেছেন আরেক ব্যাটার ও দলটির অধিনায়ক ফাফ ডু প্লেসিস।