সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:০০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগর থেকে ৪৮৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। তাদের মধ্যে অন্তত ৯৩ জন শিশু রয়েছেন।
শুক্রবার উপকূল থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকায় করে তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন।
এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানায়, অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বাসিন্দা। দেশটির কেরকেন্নাহ দ্বীপের কাছ থেকে পেট্রোল বোট ও নৌবাহিনীর জাহাজের মাধ্যমে তাদের উদ্ধার করে বন্দরে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে ১০৪ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ছাড়া সিরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, মিসরসহ আরও বেশ কয়েকটি দেশের নাগরিকও রয়েছেন।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছর ১ হাজার ৬শর বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।