1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যুব বিশ্বকাপে শুভসূচনা ভারতের

  • আপডেট টাইম : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৭৪৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারত, সংযুক্ত আরব আমিরাত, অ্যায়ারল্যান্ড ও জিম্বাবুয়ে।

‘বি’ গ্রুপের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ৪৫ রানের জয় তুলেছে ভারতীয় যুবারা। গায়ানাতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক জর্জ ফন হেরডেন।

শুরুতেই দলের দুই ওপেনার আঙ্কৃশ রাঘুবানসি ও হারনুর সিংয়ের উইকেট হারিয়ে চাপে পরে ভারত। এরপর অধিনায়ক জশ ধুল ও শাইখ রাশিদের জুটিতে ভর করে শুরুর চাপ সামাল দেয় ভারত। রান আউটে কাটা পড়ার আগে অধিনায়কের ব্যাট থেকে আসে ৮২ রানের এক দায়িত্বশীল ব্যাটিং। এরপর বাকি ব্যাটসম্যানদের আসা যাওয়া মাঝে ৩৫ রানের ইনিংস খেলে দলকে মধ্যম মানের সংগ্রহ এনে দেন কুশাল তাম্বে। ভারত এর সংগ্রহ দাড়ায় ২৩২ রান। ম্যাথিউ বোয়াস্ট নিয়েছেন ৩ উইকেট।

জবাবে শুরুতেই ইথান জন চুইংগামকে ফিরিয়ে প্রোটিয়াদের চাপে ফেলে ভারত। পরে ডিওয়াল্ড ব্রেভিস ও ভ্যালেন্টিন কিটিমে চাপ সামাল দেয়ার চেষ্টা করলেও ভারতীয় বোলারদের আগ্রাসনে তা হয়ে উঠেনি। ব্রেভিস ফিফটি তুলে ৬৫ তে ফিরলে বাকিরা তাকে অনুসরণ করতে ব্যস্ত থাকে। ১৮৭ রানের বেশি তুলতে পারেনি আফ্রিকানরা। ভিকি অস্তওয়াল ফিরিয়েছেন প্রোটিয়াদের ৫ ব্যাটারকে। ৪ উইকেটের দেখা পেয়েছেন রাজ বাওয়া।

বি গ্রুপের অপর ম্যাচে উগান্ডা যুবাদের বিপক্ষে ৩৯ রানের জয় পেয়েছে অ্যায়ারল্যান্ড। শতক তুলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন জোশুয়া কক্স।

এ গ্রুপে কানাডা যুবাদের ৪৯ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতের যুবারা।

দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের দেয়া ৩২১ রানের জবাবে পাপুয়া নিউ গিনি যুবারা ৯৩ রানের বেশি তুলতে পারেনি। ২২৮ রানের বিশাল জয় পেয়েছে জিম্বাবুয়ে। শতকের দেখা পেয়েছেন ইমানুয়েল বাওয়া।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..