সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : সৌদি আরবের নারীরা প্রথম আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ জিতে রবিবার (২০ ফেব্রুয়ারি) ইতিহাস গড়েছেন। আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো ম্যাচ জিতেছেন তারা।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপে পূর্ব আফ্রিকার দেশ সিসিলসকে সৌদি মেয়েরা হারিয়েছেন ২-০ গোলে।
গত মাসেই গঠন করা হয়েছে সৌদি আরব নারী ফুটবল দল। চলতি সপ্তাহে স্বাগতিক মালদ্বীপ ও সিসিলসের বিপক্ষে ম্যাচ খেলতে সাবেক জার্মান তারকা মোনিকা স্টাবের কোচিংয়ে মালদ্বীপে যান তারা।
সিসিলসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে এক গোল এবং দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে সিসিলসের বিপক্ষে সহজ জয় নিয়ে মাঠ ছাড়েন সৌদি নারীরা। আগামী ২৪ ফেব্রুয়ারি স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবেন তারা।
ম্যাচশেষে সৌদি নারী দলের কোচ মোনিকা জানিয়েছেন, তাদের লক্ষ্য অভিজ্ঞতা অর্জন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, ফুটবলারদের আন্তর্জাতিক ফুটবল খেলার জন্য যতটুকু অভিজ্ঞতা দরকার, সেটা অর্জন করা। আমাদের স্বপ্ন হচ্ছে, ফিফার শ্রেণিভুক্ত হওয়া।’
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সৌদি আরবের নারী দলকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। সেখানে পেলে লেখেন, ‘আমি অভিনন্দন জানাতে চাই সৌদি আরবের মহিলা জাতীয় ফুটবল দলকে। আজকের দিনটি শুধু আপনাদের জন্য নয়, যারা ফুটবল ভালোবাসেন তাদের জন্য একটি ঐতিহাসিক দিন।’