1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ধ্বংসস্তূপে দাড়িয়ে আফিফের ফিফটি

  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৬৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : দলের অন্য ব্যাটাররা যেখানে প্রোটিয়া পেসারদের সামনে খাবি খাচ্ছিলেন একের পর এক, সেখানে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করতে থাকেন আফিফ হোসেন ধ্রুব। যার পুরস্কারও পেয়ে গেছেন তিনি। দেখা পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ফিফটির।

মাসখানেক আগে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ২৮ রানে ৫ উইকেট পড়ার পর উইকেটে এসে ক্যারিয়ারের প্রথম ফিফটি হাঁকিয়েছিলেন আফিফ। আজ পঞ্চম উইকেটের পতন ঘটেছে ৩৪ রানে। সেখান থেকে ব্যাটিংয়ে নেমে একের পর একে দৃষ্টিনন্দন শটে দ্বিতীয় ফিফটি তুলে নিলেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০.৩ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৬ উইকেটে ১৪৯ রান। আফিফ হোসেন ধ্রুব ৫৯ ও মেহেদি হাসান মিরাজ খেলছেন ২২ রান নিয়ে।

মাত্র ৯৪ রানে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেট জুটিতে এ দুজন মিলে যোগ করে ফেলেছেন ৪৪ রান।

ইনিংসের ১৩তম ওভারে উইকেটে আসার পর মুখোমুখি তৃতীয় বলেই প্রথম বাউন্ডারি হাঁকান আফিফ। কাগিসো রাবাদার করা সেই ওভারে দুইটি চার মারেন তিনি। পরে টেম্বা বাভুমা, তাবরাইজ শামসি কিংবা কেশভ মহারাজদেরও উইকেট থেকে সুবিধা আদায় করে নিতে দেননি এ বাঁহাতি ব্যাটার।

ইনিংসের ৩৫তম ওভারে লুঙ্গি এনগিডির বলে চার মেরে পৌঁছে যান ৪৮ রানে। পরের ওভারে মহারাজের বলে দৃষ্টিনন্দন শটে হাঁকান আরেক বাউন্ডারি। অবশ্য সেই ওভারের প্রথম বলে এক রান নিয়েই পূরণ হয় আফিফের ফিফটি। পঞ্চাশে পৌঁছতে ৭৯ বল খেলেন তিনি। যেখানে ছিল ৭টি চারের মার।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..