মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক :: ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অন্তত ২০ জন। স্থানীয় সময় বুধবার দেশটির প্যারানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করা শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনাক্তের পর পরিবারের কাছে নিহতদের মরদেহ পৌঁছে দেয়া হচ্ছে।