1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বড়লেখায় উপজেলা কৃষক লীগের সভাপতি লতিফ, সম্পাদক ইকবাল

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৪২৪ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল লতিফ সভাপতি ও ইকবাল হোসেন স্বপন সাধারণ সম্পাদক এবং খালেদ আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ মে) সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা কৃষক লীগের সভাপতি জমসেদ মিয়া। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী শামামী আক্তার খানম এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডা. হাবিবুর রহমান মোল্লা, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দ জহুরা আলাউদ্দিন এমপি, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আইনজীবী জহির উদ্দিন লিমন, মৌলভীবাজার জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহিন আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমেদ উদ্দিন প্রমুখ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে আব্দুল লতিফকে আহ্বায়ক ও ইকবাল হোসেন স্বপনকে সদস্য সচিব করে বড়লেখা উপজেলা কৃষক লীগের কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন আহ্বায়ক কমিটি দিয়েই দলের কার্যক্রম চললেও তা আর পূর্ণাঙ্গ হয়নি। এদিকে দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় সম্প্রতি জেলা কমিটির নির্দেশে বৃহস্পতিবার (০৫ মে) উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন জানান, আগামী এক মাসের মধ্যে উপজেলা কৃষক লীগের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..