1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে কার মাথায়?

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৪০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: ২০১৬ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পৌঁছে রিয়াল খেলোয়াড়দের জিনেদিন জিদান উদ্বুদ্ধ করেন ‘থেরমোপাইলে যুদ্ধ’ স্মরণ করিয়ে। যেখানে স্পার্তার রাজা লিওনিদাস মাত্র ৩০০ যোদ্ধা নিয়ে প্রবল বিক্রমে অতুলনীয় বীরত্বে যুদ্ধ করেন পার্সিয়ান রাজা জার্কসজিসের ১০ হাজার সেনার সঙ্গে। সেই অনুপ্রেরণায়ই হয়তো টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল।

কার্লো আনচেলোত্তিও রিয়ালে ফিরেই দলকে নিয়ে গেছেন ফাইনালে।

প্রবল প্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে আজকের শিরোপাজয়ী লড়াইয়ে তিনি কি বলে উদ্বুদ্ধ করছেন রিয়ালকে? আনচেলোত্তি জ্বাললেন প্রতিশোধের আগুন, ‘লিভারপুল যদি ২০১৮ ফাইনালে হারের প্রতিশোধ নিতে চায়, তাহলে রিয়ালও প্রতিশোধ নিতে চাইবে ১৯৮১ সালে ওদের সঙ্গে ফাইনাল হারের। ’

২০১৮ সালের ফাইনালে সের্হিয়ো রামোসের সঙ্গে সংঘর্ষে মাঠ ছাড়তে হয়েছিল মো সালাহকে। সেবারের হারের প্রতিশোধ নিতে ফাইনালে রিয়ালকে চেয়েছেন এবারের প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জেতা এই মিসরীয়। তবে প্রতিশোধ নিয়ে উত্তেজনার পারদটা কমাতে কোচ ইয়ুর্গেন ক্লপ জানালেন, ‘আমি প্রতিশোধে বিশ্বাসী নই। সালাহ কী বলতে চেয়েছে বুঝতে পারি আমি। ও আসলে সব কিছু ঠিকঠাকভাবে করতে চায়। ’

রূপকথার প্রত্যাবর্তনে পিএসজির পর কোয়ার্টার ফাইনালে চেলসি আর সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারায় রিয়াল। তুলনায় লিভারপুল নক আউটে পেয়েছে সহজ প্রতিপক্ষ ইন্টার, বেনফিকা ও ভিয়ারিয়ালকে। ২০১৯ চ্যাম্পিয়নস লিগ জয়ের ত্রয়ী মো সালাহ, সাদিও মানে, রবার্তো ফিরমিনোদের সবচেয়ে কঠিন পরীক্ষাটা তাই ফাইনালে। এমন ম্যাচের আগে কিনা গুঞ্জন উঠেছে মাত্র ২৫ মিলিয়ন পাউন্ডে সাদিও মানে চলে যাচ্ছেন বায়ার্নে!

গত আট বছরে পাঁচবার ফাইনালে রিয়াল। লিভারপুল গত পাঁচ বছরে ফাইনালে তৃতীয়বার। এমন পরিসংখ্যানই বলছে দল দুটি কেমন ছন্দে। এই মৌসুমে লা লিগার পাশাপাশি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন বেনজিমা, ভিনিসিয়ুসরা। ‘কোয়াড্রপল’ স্বপ্ন ভাঙলেও লিভারপুল জিতেছে লিগ কাপ ও এফএ কাপ। এমন দুই দলের লড়াইটা উপভোগ্যই হওয়ার কথা।

আজ হ্যাটট্রিক করলে ক্রিস্তিয়ানো রোনালদোর এক মৌসুমে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ড ভাঙার হাতছানি করিম বেনজিমার। সেই সঙ্গে নিশ্চিত হতে পারে ব্যালন ডি’অরও। নিজের চেনা প্যারিসে ফরাসি সুবাস ছড়িয়ে রিয়ালকে আরো একবার চ্যাম্পিয়ন করতে পারবেন তো বেনজিমা? নাকি ১৯৯৯ এর পর প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবলের আনন্দে ভাসবে লিভারপুল?

বাংলাদেশ সময় রাত ১টায় প্যারিসের স্ট্যাড ডি ফ্রান্সে হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..