1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কম দামের খাদ্যসামগ্রী কিনছেন রাশিয়ানরা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১২৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ সাড়ে চার মাসেরও বেশি সময় ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই যুদ্ধের প্রভাবে রাশিয়ানদের বাস্তব নিষ্পত্তিযোগ্য আয় কমে গেছে। ফলে এখন তারা কম দামের খাদ্য সামগ্রী কিনছেন বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় খাদ্য খুচরা বিক্রেতা ‘এক্সফাইভ গ্রুপ’। যুদ্ধের প্রভাবে উচ্চ মূল্যস্ফীতির কারণে ক্রয়-ক্ষমতা কমে যাওয়াই এর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যদিও রুশ মুদ্রা রুবলের শক্তিশালী অবস্থান এবং ভোক্তা চাহিদা হ্রাস রাশিয়াকে মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরতে সাহায্য করেছে। তবে ভোক্তা মূল্য এখনও বেশিই।

রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর স্টেট স্ট্যাটিস্টিকস (রসস্ট্যাট) গত সপ্তাহে জানিয়েছিল, চলতি বছর এ পর্যন্ত ভোক্তা মূল্য ১১ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। কিন্তু ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে খাদ্য মূল্যস্ফীতি প্রথম ত্রৈমাসিকের ১৩ দশমিক ৫ শতাংশ থেকে ১৯ দশমিক ৫ শতাংশে পৌঁছায় বলে এক্সফাইভ জানিয়েছে।

উচ্চ মূল্যস্ফীতি বহু বছর ধরে রাশিয়ান পরিবারের মধ্যে প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ, উচ্চ মূল্যস্ফীতি জীবনযাত্রার মানকে হ্রাস করে, যা এই বছর রাশিয়ার বিরুদ্ধে অভূতপূর্ব পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..