সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : ২ অক্টোবর অনেক ধুমধাম করে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবিটির টিজার মুক্তি পেয়েছে। ছবিটি ঘিরে প্রভাসপ্রেমীদের আশা ছিল তুঙ্গে। কিন্তু ছবির টিজার সব আশাতে পানি ঢেলে দিয়েছে।
এতে রাবণ রূপে সাইফ আলী খানকে দেখে রীতিমতো হতাশ সিনেমাপ্রেমীরা। এই ছবিতে তার লুক নিয়ে প্রশ্ন তুলেছে নেট-জনতা। তাই ছবির নির্মাতাদের রীতিমতো তুলাধোনা করা হচ্ছে। অন্যদিকে প্রভু রামের ভূমিকায় প্রভাসকে মেনে নিতে পারেননি অনেকেই।
সব মিলিয়ে প্রভাসের ছবিটি ঘিরে নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। ইতোমধ্যে কিছু ধর্মীয় সংগঠন ‘আদিপুরুষ’ বর্জনের হুমকিও দিয়েছে বলে জানা গেছে।
বলা হচ্ছে, ২০২৩ সালের সবচেয়ে বড় ছবি হতে চলেছে ‘আদিপুরুষ’। ৪০০ কোটি বাজেটে নির্মিত এ ছবির জন্য কোন তারকা কত পারিশ্রমিক নিয়েছেন তা একনজরে দেখে নেওয়া যাক।
‘আদিপুরুষ’ ছবিতে প্রভাসকে প্রভু রামের ভূমিকায় দেখা যাবে। খবর অনুযায়ী, প্রভাস এ ছবির জন্য ১২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।
‘আদিপুরুষ’ ছবিতে বলিউড নায়িকা কৃতি শ্যাননকে জানকী অর্থাৎ দেবী সীতার ভূমিকায় দেখা যাবে। এ ছবিতে তিনি পারিশ্রমিক পেয়েছেন ৩ কোটি রুপি।
এদিকে লঙ্কাপতি রাবণের চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। এ ছবির জন্য তাকে ১২ কোটি রুপি পারিশ্রমিক দেয়া হয়েছে।
ছবিতে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন সানি সিং। গুরুত্বপূর্ণ এ চরিত্রে তিনি পারিশ্রমিকের দিক থেকে কৃতিরও পেছনে। তিনি নিয়েছেন দেড় কোটি রুপির মতো। এ ছাড়া ‘আদিপুরুষ’-এ আছেন সোনাল চৌহানও। এ ছবিতে তাঁর পারিশ্রমিক ৫০ লাখ রুপি।
হিন্দু পৌরাণিক কাহিনি ‘রামায়ণ’-এর আধারে নির্মিত ছবিটি আগামী বছর ১২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।