শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রবিবার স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। সিরিজে টিকে থাকার মিশনে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিব বাহিনীর সামনে।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতেই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। দিবারাত্রির এই ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হবে। খেলা দেখা যাবে টি স্পোর্টসে।
এদিকে, ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে নিউজিল্যান্ড। ফরম্যট টি-টোয়েন্টি বলেই যেখানে একটু নির্ভার থাকার কথা সেখানে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন উইলিয়ামসন।