1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

পাকিস্তানে বাসে আগুন : ১৭ জনের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৭২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানে একটি চলন্ত বাসে আগুন লেগে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।

সিন্ধু প্রদেশের হায়দরাবাদ ও জামশোরো শহরের সঙ্গে করাচির বন্দর শহরকে সংযোগকারী এম-৯ মোটরওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

সংসদীয় স্বাস্থ্যসচিব সিরাজ কাসিম সোমরো সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত দুর্ঘটনায় ১৭ জন যাত্রী মারা গেছেন। ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধারকারী দল চিকিৎসা দিয়েছে।’

জামশোরো জেলা প্রশাসক আসিফ জামিল জানিয়েছেন, ওই বাসটিতে ভ্রমণকারী সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। তারা মোটরওয়ের বাইরে কোথাও স্থানান্তরিত হয়েছিলেন। এদিন তারা বাসে করে দাদু জেলায় বাড়ি ফিরছিলেন।

তারা ব্যক্তিগত পরিবহন ব্যবহার করছিলেন বলে জানান জামিল।

সিন্ধু প্রদেশের সবচেয়ে বেশি বন্যাকবলিত জেলাগুলোর মধ্যে একটি দাদু জেলা।

কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, বাসের পেছনের অংশে আগুন লেগেছে, যা পুরো বাসে ছড়িয়ে পড়ে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..