সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১০:০৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক::গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান হয়েছে। এক সপ্তাহেই প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১০০ ডলার বেড়ে গেছে। এতে তিন মাসের মধ্যে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। বিশ্ববাজারে এমন দাম বাড়ায় দেশের বাজারে যেকোনো মুহূর্তে এ ধাতুটির দাম বাড়ানো হতে পারে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিশ্ববাজারে স্বর্ণের লেনদেনের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৬৮০ দশমিক ৫৪ ডলার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেনে একপর্যায়ে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ১ হাজার ৬৬৬ ডলারে নেমে যায়। তবে এরপর ধারাবাহিকভাবে বাড়তে থাকে স্বর্ণের দাম।
দফায় দফায় দাম বেড়ে সপ্তাহ শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৭৭১ দশমিক শূন্য ৮ ডলারে উঠে এসেছে। এতে সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে ৫ দশমিক ৪০ শতাংশ বা ৯০ দশমিক ৫৪ ডলার।
এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবসেই দাম বেড়েছে ১৬ দশমিক ৩৩ ডলার। টানা দুই সপ্তাহ বিশ্বাবাজারে স্বর্ণের দাম বাড়ল। আগের সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম বাড়ে ৩৬ ডলার। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১২৬ ডলার।
স্বর্ণের এমন দাম বাড়ায় প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ দামে উঠে এসেছে দামি এ ধাতুটি। এর আগে গত ১৬ আগস্ট প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৭৭০ ডলারের ওপরে ছিল। এরপর গত সপ্তাহের শেষ কার্যদিবসের আগে স্বর্ণের দাম ১ হাজার ৭৭০ ডলার স্পর্শ করতে পারেনি।
দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করার দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আর বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠক করে স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর ঘোষণা দেয়।
বাজুস সূত্রে জানা গেছে, দেশের বাজারে সোনার দাম পুনর্র্নিধারণের পর এরই মধ্যে বিশ্বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০০ ডলারের ওপরে বেড়ে গেছে। বিশ্ববাজারে স্বর্ণের দামে এমন বড় উত্থান হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।