বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : ফ্রান্সের বিশ্বকাপ জয়ী গোলরক্ষক হুগো লরিসের বিকল্প খুঁজছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম। নেতৃত্ব দিয়ে ফ্রান্সকে দুটি বিশ্বকাপের ফাইনালে তোলা লরিসের বয়স হয়ে গেছে ৩৬ বছর। বর্তমানে হাঁটুর ইনজুরিতে মাঠের বাইরে আছেন তিনি। তার সঙ্গে স্পার্সদের চুক্তিরও শেষ বছর চলছে।
সব মিলিয়ে একজন নির্ভরযোগ্য গোলরক্ষক দরকার টটেনহ্যামের। আর সেই জায়গা পূরণে একজন ভালো গোলরক্ষক খুঁজছে ইংলিশ ক্লাবটি। আর সেই নির্ভরযোগ্য জায়গায় তারা মনে করছে যোগ্য প্রার্থী হতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টর্সের বরাত দিয়ে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম জানাচ্ছে, অ্যাস্টন ভিলা গোলরক্ষকে দলে ভেড়াতে বিশেষ আগ্রহ আছে নর্থ লন্ডনের ক্লাবটির।
এমির সঙ্গে অ্যাস্টন ভিলার চুক্তি আছে ২০২৭ সাল পর্যন্ত। তাকে কিনতে ম্যানইউ আগ্রহী বলে বিভিন্ন সময় খবর বেরিয়েছে। সেজন্য আর্জেন্টাইন গোলরক্ষককে দলে পেতে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হতে পারে। স্পার্সরা ওই লড়াইয়ে নামতে প্রস্তুত বলেও জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
কাতার বিশ্বকাপে এমি মার্টিনেজ দুর্দান্ত খেলেছেন। কোয়ার্টার ফাইনাল ও ফাইনালে টাইব্রেকারে দলকে জিতিয়েছেন তিনি। ফাইনালে টাইব্রেকার ছাড়াও দিয়েছেন দারুণ কিছু সেভ। সম্প্রতি ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ৩০ বছর বয়সী মার্টিনেজ।