1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ইরাকের কুর্দিস্তানে বিস্ফোরণ

  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৭৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের সুলাইমানিয়া বিমানবন্দরের কাছ থেকে শুক্রবার (৮ এপ্রিল) বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে আগুন ধরে গেলেও কেউ হতাহত হয়নি। নিরাপত্তা কর্মকর্তারা এ খবর জানান।

আঙ্কারা বুধবার কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) তৎপরতা বৃদ্ধির কারণ দেখিয়ে শহরটি থেকে বিমানের জন্য তাদের আকাশ সীমা বন্ধ করে দিলে সৃষ্ট উত্তেজনার মধ্যেই বিস্ফোরণের খবরটি আসে।

বিমানবন্দরের নিরাপত্তা সেবার এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টার কিছু পরে সুলাইমানিয়া বিমানবন্দরের দেয়াল ঘেঁষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে আগুন ধরে গেছে।

বিমান চলাচল ব্যাহত হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। কুর্দিস্তান অঞ্চলের ডেপুটি প্রধানমন্ত্রীসহ স্থানীয় কর্মকর্তারা একে ‘হামলা’ হিসেবে উল্লেখ করেন।

সুলাইমানিয়া প্রাদেশিক গভর্ণর হাভাল আবু বকর এক বিবৃতিতে বলেছেন, বিমান থেকে ছোঁড়া বোমার কারণে এ বিস্ফোরণ ঘটেছে।

তুরস্ক বুধবার বলেছে, সুলাইমানিয়ার সঙ্গে বিমান যোগাযোগ পুনর্বিবেচনার আগে ৩ জুলাই পর্যন্ত আকাশ সীমা বন্ধ থাকবে। তবে আবু বাকার এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আঙ্কারার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সুলাইমানিয়া ও এর বিমানবন্দর নিরাপদ।

উল্লেখ্য, তুরস্ক ও তার পশ্চিমা মিত্ররা পিকেকে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..